ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ০৯:২৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে ২-০ গোলের জয় জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। আগামী ১৭ মে ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও এফএ কাপের ফাইনালে উঠেছে সিটিজেনরা।  

এদিন, ডি ব্রুইনা, ফোডেন, আকাঞ্জিদের ছাড়াই একাদশ সাজান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের সময় দুই মিনিট হওয়ার আগেই এগিয়ে যায় সিটিজেনরা। মাতেও কোভাসিচের পাস থেকে রিকো লুইজ গোল করে সিটিকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। চলতি মৌসুমে ফর্মে থাকা নটিংহ্যাম ম্যাচে ফিরতে চেষ্টা চালাতে থাকে। কিন্তু সিটির রক্ষণ ভাঙতে পারেনি তারা। লিড নিয়ে বিরতিতে যায় পেপ গার্দিওলার দল। 

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আবার দলের ব্যবধান বাড়ায় সিটি। জসকো গভার্দিওলা হেড থেকে গোল করলে আবারও পিছিয়ে যায় নটিংহ্যাম। ৬৫ মিনিটে সিটির ডি বক্স থেকে নটিংহ্যামের অধিনায়ক গিবস হোয়াইট শট নিলে তা বারে লেগে ফেরত আসে।    

আরও পড়ুন

৭০ মিনিটে আবারও গোল করতে ব্যর্থ হন গিবস হোয়াইট। এবারও তার শট বারে লাগে। ৮০ মিনিটে আবারও সুযোগ পায় ফরেস্ট কিন্তু বল তৃতীয়বারের মতো আবার ফিরিয়ে দেয় গোলপোস্ট। সেই সাথে ওর্টেগার দুর্দান্ত সেভে নটিংহ্যামের আর ম্যাচে ফেরা হয়নি। হতাশা সঙ্গী হয় নুনো সানতোর শিষ্যদের।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |