images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে না ভারত! 

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৮:০৯ পিএম

images

পেহেলগামে হামলার পর উপমহাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন আসতে চলেছে। বহুজাতিক টুর্নামেন্ট ছাড়াও টিম ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।    

আগামী আগস্ট মাসে তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। 

বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রবল সম্ভাবনা রয়েছে যে, ভারত ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে যাবে না।  

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এক গণমাধ্যমকে বলেন, ‘অফিসিয়ালি আমরা এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবেই আছে। আমরা আশা করছি ঠিক সময়ই সিরিজটি হবে।'

ভারতীয় দলের শুধু বাংলাদেশ সফরই নয়, বরং ২০২৫ সালের এশিয়া কাপ নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে ভারত। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরে নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, তা এখনও স্থির হয়নি। তবে এটা ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে।

আরও পড়ুন
BD_VS_SA

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

উল্লেখ্য, সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল কোহলিদের। ভারত ২০২২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। সেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা। আর গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ভারত সফরে যায়। সেই সিরিজে দুই টেস্ট ও তিন ওয়ানডের সবকটিতেই হারের স্বাদ পায়  বাংলাদেশ।

 

আরটিভি/এসকে