ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৭:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার(২ মে) ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। বাংলাদেশের দায়িত্ব পালন করবেন আকবর আলি। 

বিজ্ঞাপন

তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে এই দুই দল মুখোমুখি হবে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে আর চার দিনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়।   

দুই দলের প্রথম ওয়ানডে আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে। এ ছাড়া একই ভেন্যুতে ১৪ ও ১৬ মে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ করে ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচে দু'দল মুখোমুখি হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ ২৭ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।  

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাংলাদেশ ইমার্জিং দল: 

বিজ্ঞাপন

জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ, আসাদুজ্জাম পায়েল, মারুফ মৃধা, রিপন মন্ডল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |