images

খেলা / ক্রিকেট

সংঘাতের মাঝে পিএসএল নিয়ে যে বার্তা দিলো পিসিবি

বুধবার, ০৭ মে ২০২৫ , ০৬:৪৪ পিএম

images

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। দুই দেশের মধ্যে এমন সংঘাতের কারণে চলমান আইপিএল ও পিএসএল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দুটি টুর্নামেন্ট সফলভাবে শেষ করা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

তবে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি নিশ্চিত করেছে, পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে পিএসএলের দশম আসর। আজ সন্ধ্যায় সূচি অনুযায়ীই মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। 

বর্তমানে পিএসএল অবস্থান করছে রাওয়ালপিন্ডিতে। সেখানে চার দিনের জন্য থাকবে ফ্র্যাঞ্চাইজ এই আসর। এরপর ১১ তারিখের ম্যাচ হবে মুলতানে। রাওয়ালপিন্ডিতেই হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের আয়োজক হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। 

আরও পড়ুন
Web_Image

পাকিস্তান-ভারত উত্তেজনায় বিপদে আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি

সংঘাতের এই সময়ে পিএসএলে অবস্থানরত দুই ক্রিকেটারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি।

এদিকে দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলার কারণে ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের সীমান্তবর্তী ১৮টি বিমানবন্দর। এর ফলে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের ‘ট্র্যাভেল প্ল্যানে’ পরিবর্তন আসতে যাচ্ছে। বিমানের আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হতে পারে তাদের। এ জন্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে তারা।

উল্লেখ্য, পাকিস্তানের ৯ জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। এতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আবার বিপরীতে ভারতের ৫টি বিমান ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

আরটিভি/এসআর/এস