images

খেলা / ফুটবল

ইউরোপা লিগে চূড়ান্ত দুই ফাইনালিস্ট

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:২৬ পিএম

images

ইউরোপা লিগের এবারের আসরে শিরোপার মঞ্চে ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহ্যাম হটস্পার। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-১ গোলে বিধ্বস্ত করে রেড ডেভিলরা আর বোদোর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় স্পারস। দু’ক্লাবই প্রথম লেগে জয় পায়।    

অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে জয় পেলে ম্যানচেস্টার ইউনাইটেড ফাইনালে এক পা দিয়ে রাখে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে রেড ডেভিলদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। খেলার শুরুতে স্বাগতিকদের কাঁপন ধরিয়ে দেয় বিলবাও। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। 

বিরতির পর খেলা শুরু হলে পাল্টে যায় মাঠের দৃশ্যপট। ২০ মাস পর রেড ডেভিল জার্সিতে গোলের দেখা পান মেসন মাউন্ট। শেষ ১২ মিনিটে বিলবাওয়ের জালে আরো তিন গোল দেয় ম্যান ইউ। ইনজুরি সময়ে আবারো ঝলক দেখান মাউন্ট। এ মিডফিল্ডার এক ম্যাচেই পেলেন জোড়া গোলের দেখা। 

আরও পড়ুন
IPL_CHEERLEADERS

আইপিএলের চিয়ারলিডারের ভিডিও ভাইরাল

অন্যদিকে, ৪১ বছর পর ইউরোপিয়ান শিরোপার খুব কাছে টটেনহ্যাম। দ্বিতীয় লেগ অ্যাওয়ে ম্যাচ হলেও নরওয়েজিয়ান ক্লাব বোদোকে হারাতে বেগ পেতে হয়নি ইংলিশ ক্লাবটির। একেরপর এক আক্রমন করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পাররা। বিরতির পর ডমিনিক সোলাঙ্কে সফরকারীদের এগিয়ে দেন। এর পর ছয় মিনিটের মধ্যে পেদ্রো পোরোর ঝলক। কুলুসেভস্কির অ্যাসিস্ট থেকে ভুল করেননি এই স্প্যানিশ ফুটবলার।  

আগামী ২১ মে বিলবাওয়ে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যানইউ-টটেনহ্যাম।

আরটিভি/এসকে