ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আইপিএলের চিয়ারলিডারের ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাবে ধর্মশালায় নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই বাতিল করা হয় আইপিএলের এক ম্যাচ। জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে শুরু হওয়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মাঝ পথেই বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান হামলা করেছে গুঞ্জনের পাশাপাশি ধর্মশালা স্টেডিয়ামেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় আইপিএলের এক চিয়ারলিডারের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

হামলার খবরে মাঠের ভিতরে সব লাইটের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। এর পরেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড যদিও জানায়, ধর্মশালায় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় মাঠের আলো নিভিয়ে দেওয়া হয় এবং ম্যাচটি বাতিল করা হয়।    

খেলা বন্ধ করে দর্শকদের যখন মাঠ ছাড়তে বলা হয়, সেই সময়ের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, মাঠ ছাড়ার সময় নিজেকে ক্যামেরাবন্দি করছেন এক চিয়ারলিডার। সেই সময় মাঠের পরিস্থিতিও তার ক্যামেরায় ধরা পড়ে।

বিজ্ঞাপন

 

সেই ভিডিওতে ওই চিয়ারলিডারকে বলতে শোনা যায়, ‘‘খেলার মাঝে পুরো মাঠ খালি করা হচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। বোমা পড়বে বলে সবাই চিৎকার করছে। আশা করি আইপিএলের কর্মকর্তারা আমাদের কথা ভাববেন।’’ সেই ভিডিওই পরে প্রকাশ্যে এসেছে। 

বিজ্ঞাপন

ভিডিও’র শুরুতে স্টেডিয়ামের একপাশের ফ্লাডলাইট জ্বলতে দেখা গেলেও পরে সেটিও বন্ধ হয়ে যায়। অন্ধকারের মাঝে ওই চিয়ারলিডার বলতে থাকেন, ‘এখানে এখন অনেক অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা আসলেই ধর্মশালা ছেড়ে যেতে চাই। আশা করি আইপিএলের লোকজন ও কর্মকর্তারা আমাদের দেখছেন। এটি খুবই আতঙ্কজনক। জানি না কেন আমি কাঁদছি না, মনে হয় আমি এখন ঘোরের মধ্যে আছি।’

বিজ্ঞাপন

ইএসপিএন ক্রিকইনফো জানায়, নিরাপত্তা শঙ্কায় স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে ধর্মশালায় ১১ মে’র সূচিতে থাকা একটি ম্যাচ সরিয়ে আহমেদাবাদে নিয়ে যায় আইপিএল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পেহেলগেম পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা কেন্দ্র করে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যাতে অন্তত ৩১ জন নিহত হয়। এছাড়া পাকিস্তান দাবি করেছে ভারতের অন্তত ৫টি বিমান ভূপাতিত করেছে। তারপরও পাল্টা আঘাত হেনে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন

এর জেরে দুদেশের ক্রীড়াঙ্গনে পড়েছে উত্তেজনার প্রভাব। এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব পড়েছে আইপিএলে। ধর্মশালা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে এবং বর্তমানে এই অঞ্চলে বিমান চলাচলও বন্ধ। একই কারণে আগামী ১১ মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |