images

খেলা / ফুটবল

মার্টিনেজকে নিয়ে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই!

রোববার, ১৮ মে ২০২৫ , ০৮:৩৬ পিএম

images

সম্প্রতি টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের পর এমিলিয়ানো মার্টিনেজকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এরপর থেকেই গুঞ্জন উঠেছে চলতি মৌসুম শেষেই অ্যাস্টন ভিলা ছাড়ছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তাকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। কিন্তু এর মাঝেই মার্টিনেজকে প্রস্তাব দিয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা 

এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডিস্পোর্টস।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিনেজের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা—উভয় ক্লাবই যোগাযোগ করেছে এবং নিজেদের দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে। 

আরও পড়ুন
Web_Ima

আগুনে দগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

এদিকে, ইয়াহু স্পোর্টসের সংবাদ অনুযায়ী, আপাতত গোলরক্ষক পজিশনকে অগ্রাধিকার দিচ্ছেন না ইউনাইটেড। তবে ৩২ বছর বয়সী এমিলিয়ানোকে আইএনইওএস (ইউনাইটেডের নতুন মালিকানার অংশীদার) লক্ষ্য করবে—এমনটা খুব স্বাভাবিক মনে না হলেও, আন্দ্রে ওনানার খেলার অনিশ্চয়তা এবং অস্থিরতার কারণে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কম খরচে নিরাপদ বিকল্প হতে পারেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

এ ছাড়া আরও একটি কারণে ইউনাইটেডকে বেছে নিতে পারেন মার্টিনেজ। সেটি হলো তিনি চ্যাম্পিয়নস লিগ খেলতে চান। আর ইউনাইটেড যদি ইউরোপা লিগ ফাইনাল জিততে পারে, সেক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে—এতে করে এমিলিয়ানোর জন্য ইউনাইটেড হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে মার্টিনেজের। কিন্তু ধারণা করা হচ্ছে, মে মাসের শেষেই তিনি ভিলা পার্ক ছেড়ে চলে যাবেন তিনি। কারণ, তাকে বিক্রি করে একজন তরুণ গোলরক্ষককে দলে নিতে চায় অ্যাস্টন ভিলা।

ট্রান্সফারমার্কেট ডটকমের তথ্য অনুযায়ী এমিলিয়ানোর বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ মিলিয়ন ইউরো। তবে পিএসআর (প্রফিট অ্যান্ড সাসটেইনাবলিটি রুলস) মেনে চলার স্বার্থে অ্যাস্টন ভিলা সম্ভবত আরও বেশি দাম চাইবে। 

অন্যদিকে বার্সেলোনাও তাদের দলকে আরও শক্তিশালী করতে চায়। তাই মার্টিনেজের সঙ্গে যোগাযোগের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরটিভি/এসআর