সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আর সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুসিও পেরেইরা ডি সিলভা। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের পর পারিবার নিয়ে ব্যস্ততায় আছেন তিনি। সম্প্রতি অগ্নি দুর্ঘটনার শিকার হয়েছেন ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্ত্রী মারিলিয়া ফরজিয়ানি। গত বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল জেলা ব্রাজিলিয়ায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখে পড়েন লুসিও।
বাসা-বাড়িতে উষ্ণতা বৃদ্ধির কাজে ব্যবহৃত ‘ইকোলজিক্যাল ফায়ারপ্লেস’ বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। ‘গ্লোবো’র তথ্যমতে- লুসিও’র শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। ওই সময় স্ত্রী মারিলিয়া তার সঙ্গে থাকলেও তিনি অক্ষত আছেন।
সাবেক এই ব্রাজিল তারকার শারিরীক অবস্থা নিয়ে স্ত্রী মারিলিয়া জানান, আমরা ইকোলজিক্যাল ফায়ারপ্লেস বিস্ফোরণের মুখে পড়েছি। দগ্ধ শরীর নিয়ে তাৎক্ষণিকভাবেই লুসিয়াসকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার স্থিতিশীল অবস্থায় ফিরতে সময় লাগবে। শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসা প্রক্রিয়াটি যেহেতু সময়সাপেক্ষ তাই আমাদের এতটুকুই জানানো হয়েছে।
ব্রাজিলিয়া হাসপাতালে লুসিও বর্তমানে ‘স্থিতাবস্থার পথে ও সজাগ আছেন’ উল্লেখ করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকার কথা উল্লেখ করে তার সামাজিকমাধ্যমে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলের জার্সিতে দুটি কনফেডারেশন্স কাপ জিতেছেন লুসিও। ২০০০ সালে অভিষেক হওয়ার পর ব্রাজিলের হয়ে সাবেক এই ডিফেন্ডার মোট ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
এ ছাড়া ইন্টার মিলানের হয়ে ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়েরও অভিজ্ঞতা আছে তার। আন্তর্জাতিক সূচির বাইরে সাবেক এই সেলেসাও অধিনায়ক স্বদেশি ক্লাব সাও পাওলো, পালমেইরাস এবং ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, জুভেন্তাস এবং বায়ার লেভারকুসেনের জার্সিও গায়ে জড়িয়েছেন।
আরটিভি/এসআর/এস