images

খেলা / ক্রিকেট

সাকিবের পর পিএসএলে ডাক পেলেন মিরাজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০১:৩১ পিএম

images

সাকিব আল হাসানের পর পিএসএলে ডাক পেলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ভিরিয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন ও সাকিবের পর এবার মিরাজের দিকে নজর ড দিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।  

পিএসএল থেকে প্রস্তাব পাওয়ার পরই ফ্র্যাঞ্চাইজি আসরটি খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন মিরাজ। যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, 'মিরাজ পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।'  

বর্তমানে জাতীয় দলের টি-টোয়েন্টি বাইরে আছেন মিরাজ। আপাতত তার খেলার কোন ব্যস্ততাও নেই। কাজেই মিরাজকে অনাপত্তিপত্র না দেওয়ার কারণ নেই। বিসিবিও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বলে জানা গেছে। যদি অনুমতি পেয়ে যান তাহলে মিরাজের জন্য হবে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।   

আরও পড়ুন
ASIA_CUP

এশিয়া কাপ নিয়ে বড় দুঃসংবাদ দিলো ভারত

উল্লেখ্য, রবিবার (১৯ মে) পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে সাকিব ছিলেন মলিন। ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ২ ওভারে খরচ করেন ১৮ রান। তবে ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে লাহোর। এই জয়ের ফলে পিএসএলের এবারের আসরের প্লে-অফে উঠে গেছে সাকিবের লাহোর। 

আরটিভি/এসকে/এআর