এশিয়া কাপ নিয়ে বড় দুঃসংবাদ দিলো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৯ মে ২০২৫ , ০১:১৭ পিএম


ভারত-পাকিস্তান
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ ১৯ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু সীমান্তে এখনও কমেনি ভারত-পাকিস্তানের সংঘাত। এই দুই দেশের উত্তেজনার পর থেকেই এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়।   

বিজ্ঞাপন

ভারত আর কখনো পাকিস্তানের সাথে খেলতে চায় না সে কথা আগেই বলা হয়েছিল। যদিও এই গুঞ্জন নিয়ে দুই দেশের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। তবে শেষ পর্যন্ত এটাই সত্যি হতে যাচ্ছে। এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।  

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, 'ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেই সঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।'  

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের উপর প্রশ্ন ফেলে দিয়েছে। ফলে এই টুর্নামেন্টটি আপাতত স্থগিত রাখার সম্ভাবনা রয়েছে। কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতই ছিল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তারা নিজেদের প্রত্যাহার করে নেয়ায় নতুন কোনো ভেন্যু খুঁজতে হবে এসিসিকে।

সূত্র জানিয়েছে যে বিসিসিআই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ একটি সম্ভাব্য বিকল্প নয় কারণ আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের বেশিরভাগ স্পনসর ভারতের। তাছাড়া, অর্থ-কাটা ভারত-পাকিস্তান প্রতিযোগিতা ছাড়া এশিয়া কাপ সম্প্রচারকদের আগ্রহী করবে না। ২০২৪ সালে এশিয়া কাপের স্বত্ব পরবর্তী আট বছরের জন্য সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। যদি টুর্নামেন্টের এই সংস্করণটি না হয়, তাহলে চুক্তিটি পুনর্বিবেচনা করতে হবে।

আরও পড়ুন

২০২৩ সালে এশিয়া কাপের শেষ আসরটিও ভারত-পাকিস্তান পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়েছিল। পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজন করায়, ভারত অস্বীকৃতি জানায়। পরবর্তীতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় সেই আসর। এরপর পাকিস্তান আয়োজিত ২০২৪ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলে  হয়েছিল। যেখানে ভারতের সব ম্যাচ রাখা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission