বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১১:২৩ এএম
উয়েফা কনফারেন্স লিগ ফাইনালে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিল চেলসি। যেখানে একক আধিপত্য দেখিয়েছে ইংলিশ জায়ান্টরা। সেই সঙ্গে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সব শিরোপা জেতার কীর্তি গড়ল চেলসি।
বুধবার (২৮ মে) দিবাগত রাতে পোল্যান্ডের রোকলাতে ফাইনালে বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে মারেস্কার দল।
এদিন ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় বেতিস। ইসকোর পাস থেকে বেতিসকে এগিয়ে দেন এজ্জালজুলি। এরপর ছোট ছোট কিছু আক্রমণ করেছে বেতিস, তবে গোলের দেখা পায়নি। অপরদিকে প্রথম হাফে বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি চেলসি।
তবে দ্বিতীয়ার্ধে চেলসি যা করে দেখিয়েছে তা এক কথাই অবিশ্বাস্য। ৬৫তম মিনিটে সমতায় ফেরে চেলসি। কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। তার পাঁচ মিনিট পর আবারও গোল করে চেলসি।
৭০তম মিনিটে পালমারের ক্রস থেকে এবার হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৮৩তম মিনিটে হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমে চেলসিতে ধারে খেলতে আসা সাঞ্চো। তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়।
আর ম্যাচে অতিরিক্ত সময়ে বেতিসের কফিনে শেষ পেরেকটি ঢোকান কাইসেডো। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে চেলসি। এতে প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সব মেজর টুর্নামেন্টের শিরোপা জিতল।
২০১২ এবং ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। ২০১৩ এবং ২০১৯ সালের ইউরোপা লিগের শিরোপা জিতেছে তারা। আর এবার ২০২৫ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা।
আরটিভি/এসআর