বুধবার, ১১ জুন ২০২৫ , ০৪:৪৮ পিএম
সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে শেষ মুহূর্তে বিতর্কিত এক সিদ্ধান্ত বদলে দিতে পারতো ফলাফল। ইনজুরি সময়ের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সে ফাহিমকে ফাউল করলেও পেনাল্টি দেননি রেফারি। এই সিদ্ধান্ত ঘিরে ক্ষুব্ধ বাংলাদেশ দল। যা নিয়ে সমর্থকদের সঙ্গে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার চিন্তা চলছে।
বাফুফের কর্মকর্তারা মনে করছেন, ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময়ে রেফারির সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা বলছেন, এটা ছিল পরিষ্কার পেনাল্টি এবং এ নিয়ে এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার মতো একটি বিষয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, আমি স্পষ্টভাবে বলছি, এটা পেনাল্টি ছিল। ফাহিমের ওপর যে ফাউল হয়েছে, তার ভিডিও দেখলে বুঝবেন। ওই সময় আমরা আক্রমণে ছিলাম, ম্যাচে ফিরে এসেছিলাম। পেনাল্টি হলে ২-২ হতো।
এর আগে, ম্যাচ চলাকালেও একটি বদলির ঘটনায় বিভ্রান্তি তৈরি হয়। যেটির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তখনও ছন্দে ছিল বাংলাদেশ দল।
রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের মধ্যেও অসন্তোষ দেখা যায়। আমের খান জানান, ছেলেরা মাঠে অনেক কষ্ট করেছে। কিন্তু রেফারির সিদ্ধান্তে সবাই হতাশ।
এই হারের পর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-এর ৩ নম্বরে। হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ভারত। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা ভারত আছে চতুর্থ স্থানে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।
আরটিভি/এসকে