images

খেলা / ক্রিকেট

লর্ডসে স্মিথের ইতিহাস, ছাড়িয়ে গেলেন শতবর্ষ পুরোনো রেকর্ড

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০২:২৯ পিএম

images

লর্ডস ক্রিকেটের তীর্থভূমি। এই মাঠে কোনো রেকর্ড গড়া মানেই ইতিহাসে অমর হয়ে যাওয়া। সেই লর্ডসেই নতুন ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটিং মহাতারকা স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট করে স্মিথ ছুঁয়ে ফেলেছেন এক অনন্য উচ্চতা—সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে লর্ডসে সবচেয়ে বেশি রান করার কীর্তি।

এই ইনিংসের মধ্য দিয়ে লর্ডসে স্মিথের মোট রান দাঁড়াল ৫৯১, গড় ৫৯.১০। এতদিন ৫৭৫ রান নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন ওয়ারেন বার্ডসলি, যিনি ১৯০৯ থেকে ১৯২৬ পর্যন্ত পাঁচ টেস্টে এই রান করেছিলেন। স্মিথ তার চেয়ে একটি ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

লর্ডসে স্মিথের স্মরণীয় ইনিংসগুলোর মধ্যে অন্যতম ২০১৫ সালের অ্যাশেজে করা ২১৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এরপর ২০১৯ সালে ৯২ রান এবং ২০২৩ সালে দুর্দান্ত এক সেঞ্চুরি যোগ করেছেন নিজের রেকর্ডে। প্রতিবারই লর্ডসের দর্শক পেয়েছে এক অনবদ্য স্মিথকে।

শুধু লর্ডস নয়, ইংল্যান্ডের মাটিতে এই ম্যাচ স্মিথের ২৩তম টেস্ট। এর মধ্যে ৮টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি মিলিয়ে ১৮ বার পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন তিনি। ফলে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ ছাড়ানো ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এসেছেন স্মিথ, পেছনে ফেলেছেন অ্যালান বর্ডার ও স্যার ভিভ রিচার্ডসকে (১৭টি করে)। 

আরও পড়ুন
refree

ক্ষুব্ধ সমর্থকরা, প্রোফাইল লক করলেন রেফারি ও তার স্ত্রী

লর্ডসে রেকর্ড আর ইংল্যান্ডে রাজত্ব দুই-ই নিজের করে নিয়েছেন স্টিভ স্মিথ।

আরটিভি/এসকে