ক্ষুব্ধ সমর্থকরা, প্রোফাইল লক করলেন রেফারি ও তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০১:৫৫ পিএম


রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। হারের ম্যাচে শেষ মুহূর্তে বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে ফুটবল প্রেমীদের মাঝে। সবার মাঝে এক প্রশ্ন রেফারির সঠিক সিদ্ধান্ত দিলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশকে সম্ভাব্য পেনাল্টি না দেওয়ায় সমালোচনার শিকার হয়েছেন তিনি। তাই বাধ্য হয়েই রেফারি ও তার স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করেছেন।  

বিজ্ঞাপন

খেলার ইনজুরি সময়ের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সে ফাহিমকে ফাউল করলেও পেনাল্টি দেননি রেফারি। এই সিদ্ধান্ত ঘিরে ক্ষুব্ধ বাংলাদেশ দল। যা নিয়ে সমর্থকদের সঙ্গে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।  

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সে ফাউল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। স্পষ্ট ফাউলের পরও রেফারি দায়পুয়াত পেনাল্টি না দেওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ভক্ত-সমর্থকরা।

বিজ্ঞাপন

রেফারির এই সিদ্ধান্তের ফলে শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয় বাংলাদেশকে। আর সেই ক্ষোভ গড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। শুধুই দায়পুয়াত নয়, তার স্ত্রী কেসা রুথও সমালোচনার শিকার হন। অনলাইনে একের পর এক আক্রমণে এমন পরিস্থিতি তৈরি হয় যে, বাধ্য হয়ে নিজের ও স্ত্রীর ফেসবুক প্রোফাইল লক করেন দায়পুয়াত।

রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে আলোচনা-সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠছে রেফারিং মান নিয়েও। এদিকে, এই হারের ফলে ‘সি’ গ্রুপে আরও জটিল হয়ে উঠেছে বাংলাদেশের অবস্থা। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং। আর বাংলাদেশ ও ভারত ১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে।  

আরও পড়ুন

বাংলাদেশের সামনে এখন অক্টোবর মাসে হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission