শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৭:৫৬ পিএম
দীর্ঘদিন ধরে ওয়ানডে ফরম্যাটে ছন্দহীন বাংলাদেশ। বিশ্বকাপ-বিলাসিতা, চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা আর দ্বিপাক্ষিক সিরিজে ভরাডুবি মিলিয়ে ভেঙে পড়েছে দেশের সবচেয়ে সফল সংস্করণটি। এমন সময়েই নতুন নেতৃত্বে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে টাইগাররা। এক বছরের জন্য দায়িত্ব পেয়েই মেহেদী হাসান মিরাজ জানিয়ে দিলেন, এই সময়ের মধ্যেই গোছানো দল চান তিনি।
শুক্রবার (১৩ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, যেহেতু সময়টা কম, তাই টার্গেট থাকবে দলকে একটা কাঠামোয় দাঁড় করানো। সিনিয়ররা বিদায় নিয়েছে, এখন নতুনদের জায়গা নিশ্চিত করতে হবে।
ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বত্র ব্যর্থতা। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের জয় মাত্র ১৪টি (৪৩ ম্যাচে)। সর্বশেষ শান্তর অধিনায়কত্বে ১৩ ম্যাচে জয় মাত্র ৪টিতে। আইসিসি র্যাঙ্কিংয়ে নেমে গেছে ১০ নম্বরে। যা ২০০৬ সালের পর সর্বনিম্ন।
দায়িত্ব পাওয়া মিরাজ বলেন, বোর্ড হয়তো চাচ্ছে, এই এক বছরে দলকে একটা জায়গায় দাঁড় করাতে। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা। আমি চাই, যে খেলোয়াড়রা সুযোগ পাবে, তাদের মধ্যে স্থিরতা তৈরি হোক।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে মিরাজ অধ্যায়। সম্ভাব্য ২১টি ওয়ানডে নিয়ে এই পথচলায় মিরাজের মূল লক্ষ্য টিম কম্বিনেশন তৈরি করে বাংলাদেশকে পুরনো ধারায় ফিরিয়ে আনা।
আরটিভি/এসকে/এআর