রোহিত-কোহলির জন্য বিদায়ী সংবর্ধনার পরিকল্পনায় অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৭:১৭ পিএম


রোহিত শর্মা ও বিরাট কোহলি
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের দুই বড় নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের ক্যারিয়ার প্রায় শেষ প্রান্তে। ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তারা। তবে হঠাৎ অবসরের কারণে নিজ মাঠে বিদায় সংবর্ধনা দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার সেই অভাব পূরণে এগিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যাবে। তখন রোহিত ও কোহলির সম্মানে একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজন করতে পারে সিএ। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে ভাবছে অজি ক্রিকেট বোর্ড।

ভারতের সেই সফরে রয়েছে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। কোহলি ও রোহিত ওয়ানডে ফরম্যাটে খেলতে পারেন এই সিরিজে। ধারণা করা হচ্ছে, এটাই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ।

বিজ্ঞাপন

বিশ্ব ক্রিকেটে রোহিত-কোহলির প্রভাব ও অবদানকে সম্মান জানাতেই এমন উদ্যোগ হাতে নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এমন বিদায়ী সম্মান বিশ্ব ক্রিকেটে বিরল নজির হিসেবেই দেখা হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ। যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission