images

খেলা / ফুটবল

ইংলিশ দলবদলের সব রেকর্ড ভেঙে দিলেন ফ্লোরিয়ান উইৎজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৪:১৫ পিএম

images

ইংলিশ দলবদলের ইতিহাসে নতুন মাইলফলক গড়ছেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইৎজ। বায়ার লেভারকুসেন থেকে রেকর্ড ১১৬.৫ মিলিয়ন পাউন্ডে তাকে দলে টানছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। এতেই ভেঙেছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ট্রান্সফার ইতিহাসের সব রেকর্ড। 

মাত্র ২২ বছর বয়সেই ইউরোপের সেরা ক্লাবগুলোর নজর কেড়েছেন উইৎজ। বায়ার লেভারকুসেন তাকে ছাড়তে চেয়েছিল কেবল ১২৭ মিলিয়ন পাউন্ডের ঘরে। শেষ পর্যন্ত সমঝোতায় এসেছে দুই পক্ষ। এর মধ্য দিয়ে উইৎজ এখন লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার, ছাড়িয়ে গেছেন ৮৫ মিলিয়ন ইউরোয় কেনা ডারউইন নুনেজকে। সেই সঙ্গে চেলসির ময়েস কেইসেডোর রেকর্ডও ভাঙছেন তিনি।

বুন্দেসলিগাতেও উইৎজ এখন সবচেয়ে দামি ফুটবলার। পেছনে ফেলেছেন ডেম্বেলে ও বেলিংহ্যামকে।

এদিকে বড় দান মেরেছে রিয়াল মাদ্রিদও। আর্জেন্টিনার রিভার প্লেট থেকে ৪৫ মিলিয়ন ইউরোয় তারা দলে নিচ্ছে ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাতানতুয়োনোকে। তার সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে লস ব্ল্যাঙ্কোস।

আরও পড়ুন
04_20250527_014340640

হেক্সা মিশনের পরিকল্পনা শুরু করেছেন আনচেলত্তি

তুরস্কেও দলবদল বাজারে বড় চমক দেখাচ্ছে গ্যালাতাসারাই। বায়ার্ন তারকা লেরয় সানেকে দলে ভেড়ানো ছাড়াও তারা নজর রেখেছে এমি মার্তিনেজ, টের স্টেগান, জাকা, গুনদোয়ান ও বানার্দো সিলভার মতো তারকাদের দিকে। সবমিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে দৃঢ়প্রতিজ্ঞ টার্কিশ চ্যাম্পিয়নরা।

আরটিভি/এসকে