images

খেলা / ফুটবল

মার্কিন ভিসা পেলেন ডাকাতি মামলার আর্জেন্টাইন ডিফেন্ডার

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৫:১৮ পিএম

images

রাত পোহালেই ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে। ভিসা জটিলতার কারণে বিমানে উঠতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডার আইরটন কস্তা। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বোকা জুনিয়র্সের ডিফেন্ডার আইরটন কস্তা। ডাকাতির পুরনো মামলার জেরে মার্কিন দূতাবাস তার ভিসা বাতিল করলেও শেষ পর্যন্ত ২৬ দিনের বিশেষ ভিসা দিয়ে তাকে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।

বোকা জুনিয়র্স বিষয়টি নিশ্চিত করে জানায়, মার্কিন সরকারের সিদ্ধান্তে পরিবর্তনের ফলে ক্লাব বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কস্তা। যদিও ভিসা বিলম্বে মেলে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচ বেনফিকার বিপক্ষে শুরুর একাদশে তার থাকা অনিশ্চিত। 

গ্রুপ 'সি'তে বোকার প্রতিপক্ষ বেনফিকা ছাড়াও রয়েছে ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। কস্তার অনুপস্থিতির কারণে কোচ মিগুয়েল রুসো কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছিলেন।

মার্কিন দূতাবাস এ বিষয়ে মন্তব্য না করলেও, বোকা জুনিয়র্স জানিয়েছে, ভিসার জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ২৬ দিনের একটি ভিসা পেয়েছেন কস্তা। 

এর আগে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও’লে জানিয়েছে, কস্তা ২০১৮ সালে আর্জেন্টিনার বেরনাল এলাকায় একটি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়েছিলেন। অতীতের সেই ঘটনা তার ভিসা না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। যদিও ডাকাতি মামলায় কস্তার পরবর্তী পরিণতি বা দণ্ডের বিষয়টি স্পষ্ট নয়।

আরও পড়ুন
CATCH

ক্রিকেটে আসছে নতুন নিয়ম, অবৈধ হচ্ছে যেসব ক্যাচ

আগামী সোমবার মায়ামিতে বেনফিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপে অভিযান শুরু করবে বোকা জুনিয়র্স। 


আরটিভি/এসকে