images

খেলা / ক্রিকেট

প্রথম দিনের অনুশীলনে নেই মিরাজ, নেপথ্যে যে কারণ

রোববার, ১৫ জুন ২০২৫ , ০১:১৫ পিএম

images

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। গতকাল অনুশীলন না করলেও জিম সেশন এবং একটি ভলিবল ম্যাচ খেলেছে টাইগাররা। তবে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

রোববার (১৫ জুন) গলে প্রথমবার অনুশীলনে নেমেছে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা। একে একে অনুশীলন মাঠে দেখা গেছে নাহিদ রানা, জাকের আলিদের। তবে অনুশীলনে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে।

জানা গেছে, জ্বরের কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ। ম্যাচের দুই দিন আগে মিরাজের অনুশীলনে না থাকাটা অস্বস্তির অধিনায়ক শান্তর জন্য।

আরও পড়ুন
ICC_20250531_154635588

বিতর্ক এড়াতে ক্রিকেটে বড় পরিবর্তন আনলো আইসিসি

আগামী ১৭ জুলাই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটাই হবে মিরাজের অধিনায়কত্বের প্রথম পরীক্ষা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিমানের ওঠার আগেই টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন মিরাজ।

আরটিভি/এসআর