বিতর্ক এড়াতে ক্রিকেটে বড় পরিবর্তন আনলো আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ জুন ২০২৫ , ১২:৫৪ পিএম


বিতর্ক এড়াতে ক্রিকেটে বড় পরিবর্তন আনলো আইসিসি
ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুর দিকে ভারতের এক ম্যাচে শিভম ডুবের জায়গায় হর্ষিত রানাকে কনকাশন বদলি হিসেবে নামানো হয়েছিল। যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। কারণ ডুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, আর হর্ষিত মূলত পেসার। তবে বিতর্ক এড়াতে কনকাশন বদলি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো আইসিসি। 

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুসারে সব ফরম্যাটেই কনকাশন বদলির ক্ষেত্রে এবার পাঁচটি নির্দিষ্ট ভূমিকায় বিকল্প খেলোয়াড়ের নাম ম্যাচ শুরুর আগেই জানাতে হবে ম্যাচ রেফারিকে। এই ভূমিকাগুলো হলো:

  • ১ জন উইকেটকিপার
  • ১ জন ব্যাটার
  • ১ জন পেসার
  • ১ জন স্পিনার
  • ১ জন অলরাউন্ডার

তবে, যদি কোনো বদলি খেলোয়াড়ও চোট পেয়ে কনকাশনের শিকার হন, তখন নিয়ম অনুযায়ী ‘লাইক ফর লাইক’ ভিত্তিতে পাঁচজনের বাইরে থেকেও একজনকে অনুমতি দিতে পারবেন ম্যাচ রেফারি।

এ ছাড়াও পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে বল ব্যবহারের নিয়মেও পরিবর্তন আসছে। পরিবর্তিত নিয়ম অনুযায়ী, ওয়ানডেতে এখন থেকে ইনিংসের শুরু থেকে ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুইটি নতুন বল ব্যবহার করা হবে। 

তবে ৩৫তম ওভার থেকে ইনিংসের শেষ পর্যন্ত (৫০ ওভার) দুই বলের মধ্যে যেকোনো একটি বল বেছে নিয়ে সেটিই দুই প্রান্ত থেকে ব্যবহার করবে বোলিং দল। 

বিজ্ঞাপন

আইসিসির ভাষ্য অনুযায়ী, ব্যাট-বলের ভারসাম্য ফেরাতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে যদি কোনো ওয়ানডে ম্যাচ ইনিংস শুরু হওয়ার আগেই ২৫ ওভারে নেমে আসে, তবে সেই ইনিংসে কেবল একটি নতুন বলই ব্যবহার করা হবে।

বিজ্ঞাপন

বাউন্ডারির বাইরে ‘বানি হপ’ দিয়ে ক্যাচ ধরায় নিষেধাজ্ঞা

এমসিসি’র আপডেট অনুযায়ী, ফিল্ডারদের ‘বানি হপ’ করে অর্থাৎ বাউন্ডারির বাইরে লাফিয়ে গিয়ে ক্যাচ ধরা এখন থেকে বৈধ হবে না। এই নিয়মটি সব ফরম্যাটেই প্রযোজ্য হবে।

আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির সুপারিশ এবং চিফ এক্সিকিউটিভ কমিটির অনুমোদনের পর এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission