images

খেলা / ক্রিকেট

এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনায় উদীয়মান ক্রিকেটারের মৃত্যু

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০১:০২ পিএম

images

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার দীর্ধ পটেল। ইংল্যান্ডের লিডস মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন তিনি।   

দীর্ঘ দিন ধরে ইংল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পড়াশোনা করছিলেন গুজরাটের দীর্ধ। পাশাপাশি খেলছিলেন এয়ারডেল অ্যান্ড হোয়ারফেডাল সিনিয়র ক্রিকেট লিগে। ক্লাবের বিবৃতিতে দীর্ঘকে উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী একজন প্রতিভাবান অলরাউন্ডার বলে উল্লেখ করা হয়েছে।  

১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যে এআই১৭১ ফ্লাইটটি ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের হোস্টেলে। লন্ডনের গ্যাটউইকগামী বিমানটিতে ২৪১ জন ছিলেন। মাত্র একজন যাত্রী বেঁচে গেছেন।  

আরও পড়ুন
netherlands

টি-টোয়েন্টিতে ইতিহাস: এক ম্যাচে তিনবার সুপার ওভার!

ঘটনার তদন্ত চলছে, তবে এর মধ্যেই দীর্ধের মতো প্রতিশ্রুতিশীল একজন ক্রীড়াবিদের মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে ইংল্যান্ড ও ভারতের ক্রিকেট অঙ্গনে।

আরটিভি/এসকে -টি