ক্রিকেটে রোমাঞ্চের সব মাত্রা যেন ছাড়িয়ে গেল স্কটল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের এক ম্যাচে।
সোমবার (১৬ জুন) গ্লাসগোয় নেদারল্যান্ডস ও নেপালের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়েছে। এই প্রথমবার কোনো আন্তর্জাতিক ম্যাচে তিন-তিনবার সুপার ওভার দেখা গেল।
প্রথম ইনিংসে নেদারল্যান্ডস তোলে ১৫২ রান। জবাবে নেপাল শেষ ওভারে প্রয়োজনীয় ১৬ রান তুলে নেয়, ম্যাচ গড়ায় প্রথম সুপার ওভারে। সেখানে দুদলই তোলে ১৯ রান গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। নেদারল্যান্ডস এবার তোলে ১৭, কিন্তু নেপাল সমতায় ফেরায় খেলা যায় তৃতীয় ওভারে।
তৃতীয় ওভারে নাটক চূড়ায় পৌঁছায়। নেদারল্যান্ডসের স্পিনার জ্যাক লায়ন-ক্যাশ প্রথম দুই বলে তুলে নেন দুই উইকেট, নেপাল তোলে ০ রান। জবাবে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মাইকেল লেভিট।
এই রোমাঞ্চ ছুঁয়ে গেল ক্রিকেট ইতিহাসে এক নতুন মাত্রা, যেখানে টানা তিনবার সুপার ওভার—একই ম্যাচে!
আরটিভি/এসকে-টি