images

খেলা / ক্রিকেট

শান্ত-মুশফিকের ফিফটি

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৩:১১ পিএম

images

শান্ত ও মুশফিকের এই দৃঢ় ব্যাটিংয়ে ভর করেই প্রথম ইনিংসে চাপমুক্ত হয়েছে বাংলাদেশ। টপ অর্ডার ব্যর্থতার পর এই জুটি দলের জন্য যেমন স্বস্তি, তেমনি প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা। এখনও উইকেটে সেট আছেন দুজনেই। ফলে বড় সংগ্রহ গড়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এখন লক্ষ্য হবে এই জুটি আরও লম্বা করা এবং মিডল অর্ডার থেকে ভালো সহায়তা পাওয়া। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ৬১ ও মুশফিক ৫৬ রানে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশন শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রিত পারফরম্যান্স। টপ-অর্ডার ধসের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান।  

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। পঞ্চম ওভারেই শূন্য রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক ও সাদমান ইসলামের ৩৪ রানের জুটি কিছুটা সামাল দিলেও থারিন্দু রথনায়েকের স্পিনে দ্রুত বিদায় নেন দুজনই। সাদমান করেন ১৪ এবং মুমিনুল ২৯ রান।  

আরও পড়ুন
ASHWIN

বল টেম্পারিংয়ের অভিযোগে নির্দোষ প্রমাণিত অশ্বিন

শ্রীলঙ্কার পক্ষে অভিষিক্ত স্পিনার রথনায়েক দুটি ও ফার্নান্ডো একটি উইকেট নেন। দ্বিতীয় সেশনে এই জুটি কতদূর যেতে পারে, সেটিই এখন মূল দেখার বিষয়।

আরটিভি/এসকে