তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও তার দল দিন্দিগুল ড্রাগনস। গত ১৪ জুন মাদুরাই প্যান্থার্সের বিপক্ষে ম্যাচের পর অশ্বিনদের বিরুদ্ধে রুমালে রাসায়নিক দ্রব্য ব্যবহারের অভিযোগ তোলে প্রতিপক্ষ দল।
তবে তদন্ত শেষে আয়োজকরা জানিয়েছেন, এমন কোনো প্রমাণ মেলেনি। টিএনপিএল সিইও প্রসন্ন কানন জানান, ম্যাচে ব্যবহৃত তোয়ালেগুলো টিএনসিএ সরবরাহ করেছিল এবং দুই দলই একই ধরনের তোয়ালে ব্যবহার করেছে। আম্পায়ার ও ম্যাচ রেফারি পুরো ম্যাচজুড়ে বল পর্যবেক্ষণে রেখেছিলেন, এবং ম্যাচ চলাকালে কোনো সমস্যা চিহ্নিত হয়নি।
মাদুরাই প্যান্থার্স প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় অভিযোগটি ‘অনুমানভিত্তিক’ বলে বাতিল ঘোষণা করা হয়। ফলে অভিযোগ থেকে মুক্তি পান অশ্বিন ও তার দল।
আরটিভি/এসকে -টি