মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৪৩ পিএম
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের। তবে বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সেই সঙ্গে ফুটবল ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টকে বাদ দেওয়া উচিত বলে মনে করছেন তিনি।
মঙ্গলবার (১৭ জুন) এক অনুষ্ঠানে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তেবাস বলেন, এটিকে বাদ দেওয়া উচিত। আমার লক্ষ্য হলো আর কোনো ক্লাব বিশ্বকাপ থাকবে না, এ বিষয়ে আমি খুব পরিষ্কার। এর কোনো জায়গা নেই। এই মডেলটি ঘরোয়া লিগগুলোর পরিবেশকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে।
লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে চেলসির ২-০ গোলে জয়ের ম্যাচে স্টেডিয়ামের প্রায় ৫০ হাজার সিট ছিল। তাই এই ম্যাচকে প্রীতি ম্যাচ বলে মনে হয়েছে তেবাসের।
তিনি বলেন, চেলসির ম্যাচটি কিছুটা দেখেছি এবং এটিকে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচের মতো মনে হচ্ছিল। কোনো তীব্রতা দেখতে পাইনি, অন্তত ২৫ মিনিট ধরে আমি যা দেখেছি।
ক্লাব বিশ্বকাপকে আগের মতোই রাখা উচিত বলে মনে করেন ৬২ বছর বয়সী তেবাস। তার ভাষ্য, আমাদের যে পরিবেশ আছে, তা বজায় রাখতে হবে এবং এটিকে বাদ দিতে হবে। (ক্লাব বিশ্বকাপ) আগের মতোই রাখতে হবে, যখন এটি মূলত এক সপ্তাহ ধরে খেলা হতো।
আরটিভি/এসআর