images

খেলা / ক্রিকেট

১৪ বছরের বৈভবের খাওয়া বন্ধ, ছেলেকে নিয়ে চিন্তায় বাবা

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৬:০৬ পিএম

images

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে রাতারাতি আলোচনায় উঠে এসেছেন ১৪ বছরের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তবে এই তরুণ প্রতিভার ফিটনেস নিয়ে চিন্তায় পড়েছেন তার বাবা সঞ্জীব সূর্যবংশী।  

সঞ্জীব জানিয়েছেন, আইপিএলের পর বৈভবের ওজন বেশ বেড়ে গিয়েছিল। এখন নিয়ম করে জিমে যাচ্ছে, ব্যালান্সড ডায়েট মেনে চলছে এবং খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনেক সচেতন হয়েছে।

এই প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়ের কথাও উল্লেখ করেন সঞ্জীব। তিনি বলেন,  রাহুল স্যর আমাকে বলেছিলেন, তোমার দায়িত্ব শেষ, এখন থেকে বৈভব আমাদের। ও এখন আমাদের পরিবারের অংশ। শুধু খেয়াল রেখো, মোবাইল আর ইন্টারনেট থেকে যেন দূরে থাকে। আমরা ওকে এমন ক্রিকেটার বানাব, যে দেশের হয়ে খেলবে।

আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র নিজের দ্বিতীয় ম্যাচেই ৩৬ বলে ১০১ রান করে রেকর্ড গড়ে বৈভব। আইপিএলে শতরান করা কনিষ্ঠতম ক্রিকেটারও সে। সম্প্রতি একটি ম্যাচে ৯০ বলে ১৯০ রান করেও নজর কেড়েছে।

আরও পড়ুন
TABLE_TENNIS

তিন গেমসে চোখ টেবিল টেনিসে,চলছে নিবিড় অনুশীলন

এই মুহূর্তে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছে বৈভব। সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছে এই তরুণ ক্রিকেটার।


আরটিভি/এসকে