images

খেলা / ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৫৩৮ কোটি রুপি ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ , ০৯:১২ এএম

images

সবখানে আধিপত্য বিস্তার করা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার হোঁচট খেল নিজ দেশের আদালতেই। আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করায় বিসিসিআইকে ৫৩৮.৮৪ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিসিসিআইকে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫.৫০ কোটি রুপি দিতে হবে। রেনডেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে দিতে হবে ১৫৩.৩৪ কোটি রুপি।

২০১১ সালে আইপিএলে প্রথম ও একমাত্র মৌসুম খেলেছিল কোচি টাস্কার্স কেরালা। সেই বছরই বিসিসিআই অভিযোগ তোলে, ফ্র্যাঞ্চাইজিটি সময়মতো ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের চুক্তি বাতিল করা হয়। পরে মালিকপক্ষ আদালতের শরণাপন্ন হলে, ২০১৫ সালে এক স্বতন্ত্র সালিশি আদালত বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ভুল বলে ঘোষণা দেয়। বিসিসিআই এরপর সেই রায়ের বিরুদ্ধে আপিল করে। তবে বোম্বে হাইকোর্ট তা খারিজ করে আগের রায় বহাল রাখে। এ রায়ে বড় আর্থিক ধাক্কা খেল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বোম্বে হাইকোর্টের বিচারপতি রিয়াজ আই. চাগলা তার রায়ে বলেন, আর্বিট্রেশন অ্যাক্টের ৩৪ ধারা অনুযায়ী এই আদালতের এখতিয়ার খুবই সীমিত। বিসিসিআই মূল মামলার বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেষ্টা করেছে, যা ৩৪ ধারার আওতায় অনুমোদিত নয়। উপস্থাপিত প্রমাণ ও মৌলিক প্রশ্নে রায় নিয়ে বিসিসিআইয়ের অসন্তোষ কোনোভাবেই এই রায় বাতিলের যৌক্তিক ভিত্তি হতে পারে না।

তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত যে বিসিসিআই ভুলভাবে ব্যাংক গ্যারান্টি দাবি করেছে এবং সেটি KCPL-FA চুক্তি লঙ্ঘনের সমান। তা প্রমাণের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত। এটি আদালতের হস্তক্ষেপযোগ্য নয়।

আরও পড়ুন
sakib_al_hasan

ক্যারিবীয় লিগে দল পেলেন সাকিব

তবে বিসিসিআইকে এখনই ক্ষতিপূরণ দিতে হচ্ছে না। সংস্থাটিকে ৩৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে আপিল করার জন্য।

আরটিভি/এসকে/এস