দীর্ঘদিন পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরছেন সাকিব আল হাসান। ২০২৫ সিপিএলের জন্য ড্রাফট থেকে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। সিপিএলে এটি সাকিবের ষষ্ঠ আসর এবং চতুর্থ দল।
এর আগে, সাকিব বার্বাডোজ, জ্যামাইকা ও গায়ানার হয়ে খেলেছেন। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে এক ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে অক্ষুণ্ন এক রেকর্ড গড়েছিলেন তিনি। যা টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে এবারের সিপিএল। ছয় দলের অংশগ্রহণে হবে ৩৪টি ম্যাচ। প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে সাকিবের দল অ্যান্টিগা তাদের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
দলে সাকিবের সঙ্গে আরও আছেন, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্টিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিন স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিংগার, আমির জাঙ্গু, করিমা গোর, কেভিন উইকহাম, জশুয়া জেমসসহ আরও তারকা ক্রিকেটাররা।
নতুন দল, নতুন মিশনে আবারও মাঠ মাতাতে প্রস্তুত সাকিব আল হাসান। নতুন দল, নতুন মিশনে আবারও মাঠ মাতাতে প্রস্তুত সাকিব।
আরটিভি/এসকে/এস