images

খেলা / ফুটবল

ব্যালন ডি’অর ২০২৪-২৫: কারা এগিয়ে আছেন দৌড়ে?

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৯:৩৪ পিএম

images

২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ফুটবলের পর্দা নামতেই জমে উঠেছে ব্যালন ডি’অর আলোচনায়। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে এবারই প্রথমবারের মতো নারী ও পুরুষ উভয় বিভাগে ছয়টি করে পুরস্কার দেওয়া হবে।

নারীদের জন্য নতুন তিন ক্যাটাগরি সেরা গোলরক্ষক, সর্বোচ্চ গোলদাতা ও সেরা উদীয়মান ফুটবলার। সেটা ব্যালন ডি’অরের পরিসর আরও বাড়িয়ে তুলেছে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির শিরোপাজয়ের পেছনে বড় অবদান রেখেছেন উসমান দেম্বেলে। ক্লাব বিশ্বকাপেও দারুণ ফর্মে থাকায় র‌্যাঙ্কিংয়ে দ্রুত ওপরে উঠে এসেছেন এই ফরাসি উইঙ্গার। আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায় ক্লাব পারফরম্যান্সই এবার মূল মাপকাঠি—যা দেম্বেলেকে শিরোপার দৌড়ে বড় দাবিদার বানিয়েছে।

ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এখন বার্সেলোনা। নারী ও পুরুষ দুই বিভাগেই একাধিক খেলোয়াড় আছেন আলোচনায়। যদিও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেওয়ায় রাফিনহা ও লামিন ইয়ামালের সম্ভাবনা কিছুটা কমে গেছে।

২০২৪-২৫ মৌসুম শেষে ব্যালন ডি’অর জয়ের দৌড় জমে উঠেছে। এবার সবচেয়ে আলোচিত নাম পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে। মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৫ গোল ও ১৩ অ্যাসিস্টসহ ৪৮টি গোলে সরাসরি জড়িত ছিলেন তিনি। ঘরোয়া তিন শিরোপার সঙ্গে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান রাখা এই ফরাসি উইঙ্গার এখন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শীর্ষে।

লামিনে ইয়ামাল বার্সার তরুণ বিস্ময়। মাত্র ১৭ বছর বয়সে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট, সঙ্গে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা জয়। ইতিহাস বলছে, এখনো পর্যন্ত ২১ বছরের নিচে কেউ ব্যালন ডি’অর জেতেননি, ইয়ামাল সেটা বদলাতে পারেন।

রাফিনহা ৩৯ গোল ও ২৫ অ্যাসিস্ট করে ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে। তিনটি ঘরোয়া শিরোপাও জিতেছেন বার্সেলোনার হয়ে।

সালাহ লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতানো ছাড়াও ৩৬ গোল ও ২৪ অ্যাসিস্ট প্রিমিয়ার লিগে নির্ভরতার নাম তিনি।

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে ৪৫ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন।

আরও পড়ুন
JUVENTUS_ND_TRUMP

ট্রাম্পের সঙ্গে জোর করে দেখা করানো হয়েছিল, জুভেন্টাস তারকার অভিযোগ

এবারের ব্যালন ডি’অর লড়াইয়ে কেউই এককভাবে এগিয়ে নেই। তবে ট্রফি সংখ্যা, বড় মঞ্চের প্রভাব ও পারফরম্যান্স মিলিয়ে এগিয়ে রয়েছেন উসমান দেম্বেলে। এখন দেখার বিষয়, ভোটারদের রায়ে শেষ হাসি কে হাসেন!

আরটিভি/এসকে/এআর