ক্লাব বিশ্বকাপের ম্যাচের আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হয়েছিল জুভেন্টাস ফুটবল দলের। তবে সেই সাক্ষাৎকে ‘অস্বস্তিকর’ এবং ‘জোর করে চাপিয়ে দেওয়া’ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ক্লাবটির মার্কিন মিডফিল্ডার টিমোথি ওয়েহ।
আল আইনের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে জুভেন্টাসের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা হাজির হন হোয়াইট হাউসে। সেখানে ওভাল অফিসে দাঁড়িয়ে ট্রাম্পের নানা প্রশ্নের মুখোমুখি হন তারা। এর একটি ছিল, তোমাদের দলে কি কোনো নারী খেলতে পারে? যা দলটির মধ্যে অস্বস্তি তৈরি করে।
ওয়েহ বলেন, আমি যেতে চাইনি। বলা হয়েছিল, আমাদের যেতেই হবে। কোনো বিকল্প ছিল না। আমি ফুটবল খেলতে এসেছি, রাজনীতি শুনতে নয়।
সঙ্গী মার্কিন মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ও ইতালিয়ান লোকাতেল্লিও ট্রাম্পের প্রশ্নের জবাবে কিছুটা হেসে পরিস্থিতি সামাল দেন। ট্রাম্পের অতীত অবস্থান নিয়েও ম্যাককেনি ছিলেন স্পষ্ট। ২০২০ সালে তিনি বলেছিলেন, তিনি জনগণকে সম্মান করেন না, দায়িত্ব বোঝেন না।
নারীদের খেলায় শুধুমাত্র জন্মসূত্রে নারী অংশ নিতে পারবে ট্রাম্পের এমন নির্বাহী আদেশ ইতোমধ্যে বিতর্ক তৈরি করেছে। হোয়াইট হাউস সফরের ঘটনাটিও সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।
আরটিভি/এসকে/এআর