শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:৪৯ পিএম
ক্লাব বিশ্বকাপে হ্যারি কেইনের জোড়ালো নৈপুণ্যে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ২–১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার(২০ জুন) রাতে এই জয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্টরা।
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। বক্সের মধ্যে থেকে নিখুঁত শটে বল জালে জড়ান ইংলিশ তারকা হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে সমতা ফেরান বোকার মিগুয়েল মেরেনতিয়েল। তবে শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে কেইনের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন মাইকেল অলিসে, যা জয় নিশ্চিত করে বায়ার্নের।
বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির দল এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। সেখানে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত হবে। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চেলসি, যদি তারা গ্রুপ রানারআপ হয়।
তবে দুশ্চিন্তার খবরও আছে বায়ার্ন শিবিরে। বদলি হিসেবে নামার ২৫ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জামাল মুসিয়ালাকে।
এই হারের ফলে দক্ষিণ আমেরিকান দলগুলোর ৯ ম্যাচের অপরাজিত ধারা থামল। তবে এখনও টিকে থাকার সম্ভাবনা রেখেছে বোকা জুনিয়র্স। শর্ত একটাই পরের ম্যাচে বায়ার্নের কাছে বেনফিকাকে হারাতে হবে এবং বোকাকে গোল ব্যবধানে অন্তত ৭ গোলের ব্যবধান ঘোচাতে হবে।
গ্রুপের অন্য ম্যাচে বেনফিকা ৬–০ গোলে হারিয়েছে অকল্যান্ড সিটিকে, যারা দুই ম্যাচেই হজম করেছে ১৬ গোল, আর বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।
আরটিভি/এসকে