ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বৃষ্টির আগে বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গল টেস্টের পঞ্চম দিনে ব্যাট হাতে জুটি গড়ে দলকে লিড এনে দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দুর্ভাগ্যজনক রানআউটে থামতে হলো মুশফিককে, মাত্র ১ রানের জন্য ফিফটি মিস করলেন তিনি। আউট হন ৪৯ রানে।

বিজ্ঞাপন

তার বিদায়ের পরপরই নামে বৃষ্টি, ফলে খেলা আপাতত বন্ধ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। প্রথম ইনিংসে ১০ রানের লিড থাকায় টাইগারদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৭।

আরও পড়ুন

অপরপ্রান্তে অধিনায়ক শান্ত রয়েছেন অপরাজিত ৮৭ রানে। আগের ইনিংসেও সেঞ্চুরি করা শান্ত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির খুব কাছাকাছি। এই টেস্টে জয় না হলেও ড্র নিশ্চিত করতে বড় লিডই হতে পারে বাংলাদেশের সেরা অস্ত্র। এখন অপেক্ষা, বৃষ্টি থেমে খেলা শুরু হলে টাইগাররা কতদূর যেতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |