images

খেলা / ক্রিকেট

জোড়া সাপ নিয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে হাজির এক ব্যক্তি

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৯:০৬ এএম

images

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের পঞ্চম দিনে গ্যালারিতে এক দর্শকের উপস্থিতি রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। কারণ তাঁর সঙ্গে জোড়া সাপ ও একটি বানর দেখা যায়! ওই দর্শককে দেখা গেছে দুইটি খোলা বাক্সে সাপ নিয়ে বসে থাকতে। একটি সাপ ফণা তুলেছিল, অন্যটি তার হাতে। পাশে লাল কাপড়ে মোড়ানো একটি পুঁটলির ঠিক পাশে বসে ছিল একটি বানর। সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

অনেকেই মজার ছলে বলেছেন এটাই তো আসল ‘নাগিন ডার্বি’! ২০১৮ সালে নাজমুল ইসলাম অপুর নাগিন ডান্সের পর থেকেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচগুলোতে এই ‘নাগিন’ প্রসঙ্গ জনপ্রিয় হয়ে ওঠে। 

তবে এবারের ম্যাচে সেই ‘নাগিন ডান্স’ দেখার সুযোগ হয়নি। শান্তর অসাধারণ ডাবল সেঞ্চুরি ও বাংলাদেশের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও শেষ দিনে বৃষ্টির বাধায় ড্র হয় ম্যাচটি। অনেকে মনে করছেন, ইনিংস ঘোষণা আরও আগে করলে জয়টা ধরা দিতে পারত।

ম্যাচ শেষে শান্ত নিজেও এই কথা মেনে নেন। তিনি বলেন, হ্যাঁ (বৃষ্টি না হলে আমাদের দ্বিতীয় ইনিংসটা আগে ডিক্লেয়ার করে দিতে পারতাম)। কিন্তু আচমকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমাদের পুরো পরিকল্পনা বদলে গেল। আমরা ওইসব বিষয় তো নিয়ন্ত্রণ করতে পারি না।

প্রথম টেস্ট ড্র হয়ে যাওয়ায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চার পয়েন্ট করে পেয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, ড্র করলে দু'দলই চার পয়েন্ট করে পাবে। আর যেহেতু এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম টেস্টটা গলেই হল, তাই পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। 

আরও পড়ুন
BROOK

৩১ বছর পর যে নজির গড়লেন হ্যারি ব্রুক 

আগামী ২৫ জুন কলম্বোয় দ্বিতীয় টেস্টে খেলতে মাঠে এই দুই দল। এখন অপেক্ষা ২৫ জুন, কলম্বো টেস্টের সেখানে হয়তো আবার দেখা মিলবে ‘নাগিন ডার্বি’র নতুন অধ্যায়।

আরটিভি/এসকে/এআর