ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

৩১ বছর পর যে নজির গড়লেন হ্যারি ব্রুক 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৮:৩৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

মাত্র এক রান দূরে থেকে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি মিস করলেন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও ৯৯ রানে ফিরতে হয় ইংল্যান্ডের এই ব্যাটারকে। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ফাইন লেগে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ার পরই সাজঘরে ফিরতে হয় তাকে। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনে ৪৬৫ রান তুলে অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহ ৮৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে ইংলিশদের ধসিয়ে দিতে বড় অবদান রাখেন। যার ফলে ভারত প্রথম ইনিংসে ৬ রানের লিড পায়। 

এই ইনিংস দিয়েই ব্রুক স্মরণ করিয়ে দিলেন ৩১ বছরের পুরনো এক স্মৃতি। টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার কোনো ব্যাটার ৯৯ রানে আউট হলেন। এর আগে ৯৯ রানে আউট হওয়া ব্যাটার (টেস্ট) সেলিম মালিক (পাকিস্তান) প্রতিপক্ষ ইংল্যান্ড ১৯৮৭, মাইকেল আথারটন (ইংল্যান্ড) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ১৯৯৪, হ্যারি ব্রুক (ইংল্যান্ড) প্রতিপক্ষ ভারত ২০২৫।

বিজ্ঞাপন

এই ব্যাটসম্যানরা একই মাঠে একইভাবে ৯৯ রানে আউট হওয়ার নজির গড়েছেন। ভারতের বিপক্ষে টেস্টে মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে ৯৯ রানে আউট হওয়ার নজিরও গড়েন ব্রুক। এর আগে ২০০১ সালে আহমেদাবাদে একই ভাগ্য বরণ করেছিলেন মার্কাস ট্রেসকোথিক।

আরও পড়ুন

তবে হতাশার মধ্যেও আশার জায়গা আছে। ২০২২ সালে টেস্টে অভিষেকের পর ব্রুক এখন পর্যন্ত ২০টি ফিফটি বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। এই সময়ে বিশ্বের কোনো ব্যাটারই এতবার তা করতে পারেননি। তাই ৯৯ রানের ইনিংসও তাকে ব্যাটিং ধারাবাহিকতার আরেক দৃষ্টান্ত হিসেবেই প্রমাণ করে।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |