images

খেলা / ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:৩৪ এএম

images

গলে দুর্দান্ত খেলে প্রথম ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে আজ কলম্বোতে মাঠে নামছে দুই দল।

বুধবার (২৫ জুন) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গলে খেলতে পারেননি জ্বরের কারণে। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। 

আরও পড়ুন
Web

বৃথা গেল ভারতের পাঁচ সেঞ্চুরিকে, হেডিংলিতে আরও একটি রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

এ ছাড়াও ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদও। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, ভিশ্ব ফার্নান্দো ও আভিস্কা ফার্নান্দো।

আরটিভি/এসআর