ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বৃথা গেল ভারতের পাঁচ সেঞ্চুরি, হেডিংলিতে আরও একটি রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৯:৫৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫টি সেঞ্চুরি পেয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। তারপরও ইংল্যান্ডকে হারাতে পারেনি গিল-পান্তরা। বিপরীতি হেডিংলিতে আরও একটি ঐতিহাসিক জয় পেয়েছে বাজবল তত্বে বিশ্বাসী ইংলিশরা। চতুর্থ ইনিংসে ১৮৮ রানের জুটি গড়ে রেকর্ড গড়েছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট।

বিজ্ঞাপন

আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান তুলেছিল ভারত। জবাব দিতে নেমে ৪৬৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও পান্তের সেঞ্চুরিতে ৩৬৪ রান করে ম্যান ইন ব্লুরা। এতে ৩৭১ রানের পুঁজি পায় ইংলিশরা। চতুর্থ ইনিংসে ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

এদিন জবাব দিতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। দুই ওপেনার রেকর্ড গড়া ১৮৮ রানের জুটি গড়েন। এতে পেছনে পড়েছে ১৯৫৩ সালে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের ১৪২ রানের অপরাজিত জুটিটা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তবে সেঞ্চুরি তুলতে পারেননি জ্যাক ক্রলি। এরপর ক্রিজে আসেন টেস্টের নাম্বার ওয়ান ব্যাটার জো রুট। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ধীরে ধীরে নিজেকে ক্রিজে থিতু করেছেন। অপরপাশে ব্যাট চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন বেন ডাকেট। 

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চের রেকর্ডও করেছেন তিনি। আগে যেটা ছিল জো রুটের (১৪২*) দখলে। সেটাকেই ছাপিয়ে গিয়েছেন তিনি। ১৪৯ রানে শার্দুল ঠাকুরের বলে যখন আউট হয়েছেন ডাকেট। এরপরের বলেই ফিরে যান হ্যারি ব্রুকও। 

বিজ্ঞাপন

এতে ভারত আশা জাগালেও বেন স্টোকস ও জো রুটের সঙ্গে ইংলিশ অধিনায়কের ৭৭ বলে ৪৯ রানের জুটি হারের শঙ্কাটাই উড়িয়ে দেয় ইংলিশদের মধ্যে থেকে। রবীন্দ্র জাদেজার বলে রিভার্স সুইপে টাইমিং ভুল করার আগে এদিন দারুণ ছন্দে ছিলেন স্টোকস। তার আউটের পর ইংল্যান্ডের জন্য শঙ্কা ছিল কেবল বৃষ্টি। 

জেমি স্মিথ শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী আর জো রুট তখনও ক্রিজ আগলে রেখেছেন। ড্রিংক্স ব্রেকের সময় দরকার ছিল ১৬ রান। জাদেজার পরের ওভারেই তিন বাউন্ডারি দলের জয় নিশ্চিত করেন স্মিথ। 

সেই সঙ্গে হেডিংলিতে আরও একটি দুর্দান্ত জয়ের সাক্ষী হলো ইংলিশরা। এর আগে ২০১৯ সালে প্যাট কামিন্সের বলে মিড-অনে চার হাঁকিয়েই বেন স্টোকস হাত শূন্যে ছুঁড়ে দিচ্ছেন, তাতে পুরো গ্যালারিও অংশ নিচ্ছে– হেডিংলির ইতিহাসে দুর্দান্ত এক ছবিই হয়ে ছিল এতদিন সেটা। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |