images

খেলা / ক্রিকেট

চমক রেখে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা 

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৬:৫৫ পিএম

images

বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষ করে এরপর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২ জুলাই থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট। দলে ফিরেছেন মাধুশঙ্কা। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান নুয়ান্দো ফার্নন্দো বাদ পড়েছেন স্কোয়াড থেকে। চোট থেকে সেরে উঠতে না পারায় দলে জায়গা হয়নি পেসার লাহিরু কুমারাকে। কয়েক মাস পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন বাঁহাতি এই পেসার।  

লংকান শিবিরে পেস বোলিংয়ে নতুন করে যুক্ত হয়েছেন মিলান রথনায়কে। যদিও লঙ্কান পেসারের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। গলে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় চোট পাওয়ার কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই বাঁহাতি এই পেসার। পুরোপুরি সেরে উঠতে পারলে ওয়ানডে সিরিজে দেখা যাবে তাকে।  
 
পেস বোলিংয়ে মিলানের সঙ্গে দলে আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা এবং এসান মালিঙ্গা। স্কোয়াডে চারজন বিশেষজ্ঞ স্পিনারও আছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, জেফ্রি ভ্যান্ডারসে।  
 
টেস্ট সিরিজ শেষ হলে কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। আগামী ২, ৫ এবং ৮ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো। সিরিজের প্রথম দুই ওয়ানডে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। পরের ম্যাচটি হবে পাল্লেকেলেতে। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  

আরও পড়ুন
BANGLADESH

কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ


 
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:  
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, নিশান মাধুশকা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, মিলান রথনায়কে (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশঙ্কা, আসিথা ফার্নান্ডো ও ইশান মালিঙ্কা। 

আরটিভি/এসকে/এআর