ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫’ 

শিল্প-সাহিত্য ডেস্ক

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৪:৫৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শুরু হলো বইবিষয়ক পত্রিকা এবং বই এর আয়োজনে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৫। এই আয়োজনের নির্বাচিত বই দুটি হলো কথাসাহিত্যিক ও গবেষক আব্দুর রউফ চৌধুরীর রবীন্দ্রনাথ : চির-নূতনেরে দিল ডাক’, প্রকাশক: আদিত্য প্রকাশ, ও ‘নজরুল : সৃজনের অন্দরমহল’, প্রকাশক : দেশ পাবলিকেশন্স। 

বিজ্ঞাপন

বাংলাদেশের যেকোনো বয়সের নাগরিক এতে অংশ নিতে পারবেন। লেখা জমা দেওয়ার শেষ সময় ১৪ এপ্রিল। 
 
অংশগ্রহণকারী রিভিউকারদের জন্য থাকছে মোট ১০টি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার দুটি  ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুটি ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার দুটি ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী নির্বাচিত সেরা ৪ জন আলোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থমূল্যের সঙ্গে সেরা দশজন আলোচককে দেওয়া হবে এক হাজার টাকা সমমূল্যের বই।

নিয়মাবলি—
»  নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। 
»  লেখায় আলোচ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ও সংযমী হতে হবে। 
»  বই আলোচনা নূন্যতম বারোশ (১২০০) থেকে দুই হাজার (২০০০) শব্দের মধ্যে হবে
»  লেখার নিচে রিভিউ লেখকের পুরো নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে
»  ১৪ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে লেখা সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে এই ইমেলে- ebongboi@gmail.com
» অন্যত্র প্রকাশিত লেখা বিবেচ্য নয়।

বিজ্ঞাপন

১৪ এপ্রিল ২০২৫ এর পর প্রাপ্ত রিভিউ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের হাতে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হবে। আয়োজন সর্ম্পকিত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রতিযোগিতা সম্পর্কিত যোগাযোগ : সম্পাদক, এবং বই , মোবাইল ০১৬১৫ ৫৮০০৯৩। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |