যে কারণে বলিউডে পা দিয়েই তোপের মুখে রাশমিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ , ১২:০৪ এএম


যে কারণে বলিউডে পা দিয়েই তোপের মুখে রাশমিকা

দক্ষিণের বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা জাতীয় ক্রাশ হিসেবেও পরিণত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়টা তার মোটেই ভাল যাচ্ছে না। বলিউডে অভিষেক হতে না হতেই একের পর এক সমালোচনা তৈরি হচ্ছে তাকে নিয়ে। সবশেষ সমলোচনা তৈরি হয় দক্ষিণী ছবির সমালোচনা করায়। ইতোমধ্যে ‘অকৃতজ্ঞ’ তকমা পেয়েছেন এই সুন্দরী। 

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ের সমালোচনার প্রথমবার ট্রোলড হয়েছেন ‘কান্তারা’ ছবিটি দেখেননি এমন কথা বলে। এরপর তার বিরুদ্ধে দক্ষিণের সিনিয়র অভিনয়শিল্পীদের সম্মান না করার অভিযোগ উঠে। সবশেষ মন্তব্যে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মন্তব্যে রাশমিকা দক্ষিণী ছবির গানের সঙ্গে বলিউডের গানের তুলনা করেছেন। দক্ষিণী ছবির চাইতে বলিউডের ছবি রোমান্সে অনেক এগিয়ে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রোমান্টিক গানে বলিউডকে টেক্কা দিতে পারবে না দক্ষিণী ইন্ডাষ্ট্রি। দক্ষিণী ছবিতে কেবল ‘মশলাদার চটক’, রোমান্সের ছিটেফোটা নেই। 

রাশমিকার এমন মন্তব্যে বলিউডে রীতিমত সমালোচনার ঝড় উঠেছে। টুইটারে দক্ষিণী ছবি সংশ্লিষ্ঠ ও ভক্তরা তাকে রীতিমত ট্রোলড করছেন। 

বিজ্ঞাপন

টুইটে একজন লিখেছেন, এ কারণে কন্নড়রা তাকে দু’চোখে দেখতে পারে না। কথা বলবার আগে দু’বার ভাবেও না কী বলছে। নির্বোধ কোথাকার।

 

বিজ্ঞাপন

বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন রাশমিকা। ‘মিশন মজনু’ ছবির মধ্য দিয়ে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়া কাজ করবেন বিশাল ভেলের ‘গুডবাই’ ছবিতে। এই ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তা। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করবেন। এছাড়া খুব শিগগিরই ‘পুষ্পা-২’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission