ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘সনম তেরি কসম ২’ থেকে পাকিস্তানের মাওরাকে বাদ দেওয়ার দাবি হর্ষবর্ধনের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৭:০৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

২০১৬ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো ‘সনম তেরি কসম’। যেখানে হর্ষবর্ধনের বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেন। সম্প্রতি তাদের এই রোমান্টিক মুভিটি মুক্তি পেয়ে বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতারা ভাবছিলেন সিক্যুয়াল তৈরি করার কথা।

বিজ্ঞাপন

কিন্তু ভারত-পাকিস্তানের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। হর্ষবর্ধন রানে জানিয়েছেন, যদি ‘সনম তেরি কসম ২’-এ আগের অভিনেত্রী মাওরা হোসেনকে আবার নেওয়া হয়, তবে তিনি সেই ছবিতে কাজ করবেন না।

গত ১৭ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এ ভয়াবহ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। যার উত্তাপ ছড়িয়ে পড়েছে বিনোদনজগতেও। পাকিস্তানের অভিনেত্রীর সঙ্গে তিনি কাজ করবেন না  হর্ষবর্ধন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইনস্টাগ্রাম পোস্টে হর্ষবর্ধন রানে লিখেছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর পর ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ। আমার দেশের বিরুদ্ধে যেসব মন্তব্য শুনেছি বা পড়েছি, সেগুলোর পর আমি সম্মানের সঙ্গে জানাচ্ছি, যদি আগের অভিনেত্রীদের ফিরিয়ে আনার পরিকল্পনা থাকে, আমি এই সিনেমার অংশ হতে পারব না।

বিজ্ঞাপন
Advertisement

sanam-teri-kasam-105959329-16x9

একই স্টোরিতে তিনি আরও লিখেছেন, আমি পৃথিবীর যেকোনো দেশের, এমনকি মঙ্গল গ্রহের মানুষ ও শিল্পীদের প্রতিই শ্রদ্ধাশীল। কিন্তু আমার দেশের প্রতি অসম্মানজনক কিছু বললে, সেটা আমি কখনো মেনে নেব না। আমার ফলোয়ার কমলেও চলবে, তবু দেশের গর্বে আঘাত সহ্য করব না।

প্রসঙ্গত ‘সনম তেরি কসম’-এ সরস্বতী ওরফে সারু চরিত্রে মাওরা হোসেনের অভিনয় প্রশংসিত হয়েছিল। যদিও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে-সিক্যুয়ালে হয়তো শ্রদ্ধা কাপুরকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরটিভি/এসআর

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |