ঢাকা

ইয়াবা ব্যবসায়ী-বিজিবি গোলাগুলি, নারী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজারের

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১২:১৪ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সন্দেহভাজন ইয়াবা বিক্রেতাদের গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো চারজন।

বিজ্ঞাপন

বুধবার রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত হলেন মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী জাহেদা খাতুন (৫০)। 

বিজ্ঞাপন

এছাড়া গুলিবিদ্ধরা হলেন মিয়ানমারের মংডু শহরের রশিদা খাতুন (২৫), মজুমা খাতুন (৪৯), মোহাম্মদ কাসেম (৭০), আবদুল গফ্ফারের ছেলে মোহাম্মদ শফিক (২০)।

বিজিবি কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হক আরটিভি অনলাইনকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নৌকায় করে ইয়াবা নিয়ে বাংলাদেশের প্রবেশের সময় বিজিবির টহল দলকে লক্ষ্য করে ইয়াবা পাচারকারীরা গুলি করে। এসময় তারাও পাল্টা গুলি করে। এতে এক নারী নিহত হন। গুলিবিদ্ধ হন ৪ জন। 

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, হতাহতরা টেকনাফ হাসপাতালে রয়েছে। এ সময় নৌকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |