চাঁদ দেখা যায়নি, শবেবরাতের তারিখ জানালো ইফা

আরটিভি নিউজ

রোববার, ১৪ মার্চ ২০২১ , ০৭:৩৮ পিএম


চাঁদ দেখা যায়নি, শবেবরাত ২৯ মার্চ, The moon was not seen, Shabebarat 29 March, rtv
আরটিভি নিউজের সংগৃহীত ছবি

আজ রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেব অনুযায়ী পবিত্র শবেবরাত পালিত হবে আগামী ২৯ মার্চ সোমবার। আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)। 

বিজ্ঞাপন

শবেবরাত পালিত হয় আরবি শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। হিসেব অনুযায়ী আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পালিত হবে শবেবরাতের রাত। বাংলাদেশে নির্বাহী আদেশে শবেবরাতে পরদিন সরকারি ছুটি। তাই এবার ছুটি পড়ছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষ হলেই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। এ মাস শেষ হলে অনুষ্ঠিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission