২৯ নাটক ও ১৪ সিনেমাসহ আরটিভির আট দিনের বর্ণাঢ্য ঈদ আয়োজন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০২:০৯ পিএম


২৯ নাটক ও ১৪ সিনেমাসহ আরটিভি আট দিনের বর্ণাঢ্য ঈদ আয়োজন
ছবি: আরটিভি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই নতুন নাটক থেকে শুরু করে বিশেষ আয়োজন করে থাকে আরটিভি। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও আট দিনব্যাপী নতুন নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠানসহ বিশেষ আয়োজন করেছে আরটিভি। এবার এক নজরে দেখে নেওয়া যাক আরটিভি ঈদ আয়োজন।

বিজ্ঞাপন

নাটক

‘টাইটানিকে ঈদ যাত্রা’ 
পরিচালনায়: জাকিউল ইসলাম রিপন; অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, সামান্তা পারভেজ প্রমুখ। 

বিজ্ঞাপন

‘নীল রঙের সাইকেল’
রচনা: সেজান নূর, পরিচালনায়: সোহেল হাসান। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

একক নাটক ‘চৌধুরী বাড়ির মেয়ে’ 
রচনা: অনামিকা মন্ডল
পরিচালনায়: সোহেল হাসান
অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ। 

৭ পর্বের ধারাবাহিক নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’ 
রচনা ও পরিচালনা: সহিদ উন নবী 
অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।

বিজ্ঞাপন

একক নাটক ‘খাল হেটে কুমির’
রচনা: আনামিকা মন্ডল
পরিচালনায়: ইমরান হাওলাদার  
অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ

একক নাটক ‘সুন্দরী ভাতা’ 
পরিচালক: সোহেল রানা ইমন
অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ

একক নাটক ‘আবদার’ 
রচনা: আব্রাহাম তামিম,
পরিচালনায়: রুবেল আনুশ।  
অভিনয়ে: মুশফিক আর ফরাহান, ফারিন খান প্রমুখ।

একক নাটক ‘মিস্টার অভাগা’ 
রচনা: জুয়েল এলিন
পরিচালনায়: রাকেশ বসু
অভিনয়ে: মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।

৭ পর্বের ধারাবাহিক নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’
রচনা ও পরিচালনা: সহিদ উন নবী
অভিনয়ে: শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।

একক নাটক ‘পুতুল পুতুল খেলা’, 
রচনা ও পরিচালনায়: ইফতেষার আহমেদ ফাহমি
অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমান প্রমুখ।

একক নাটক ‘ও পাষাণী’ 
পরিচালনায়: সেলিম রেজা
অভিনয়ে: খায়রুল বাসার, তানিজিন তিশা প্রমুখ।

একক নাটক ‘অপুর সংসার’
রচনা: লিমন আহমেদ
পরিচালনায়: নিকুল কুমার মন্ডল
অভিনয়ে: ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন প্রমুখ।

একক নাটক ‘আমারি থেকো’ 
পরিচালনায়: মো: তৌফিকুল ইসলাম  
অভিনয়ে: মুশফিক আর ফরাহান প্রমুখ

একক নাটক ‘এক্সট্রা’ 
রচনা ও পরিচালনায়: ইমাম হোসেন শামীম
পরিচালনায়: ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক প্রমুখ।  

একক নাটক ‘হোটেল মায়ের দোয়া’ 
পরিচালনায়: সেলিম রেজা
অভিনয়ে: সাব্বির অর্ণব, মাহিমা প্রমুখ

একক নাটক ‘মান্নানের মানসম্মান’ 
রচনা: হিরম জামান
পরিচালনায়: সকাল আহমেদ
অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ। 

একক নাটক ‘তোমার জন্য ভালোবাসা’
পরিচালক: সকাল আহমেদ
অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ।

একক নাটক ‘দূরের দেখা’
রচনা ও পরিচালনায়: নাহিদ আহমেদ পিয়াল
অভিনয়ে: আব্দুন নূর সজল, আইশা খান, সংগীতা চৌধুরী প্রমুখ।

একক নাটক ‘হোসেনের গল্প’
রচনা ও পরিচালনায়: ইশতিয়াক আহমেদ রুমেল।
অভিনয়ে: জিয়াউল হক পলাশ, পারশা ইভানা, পাভেল প্রমুখ।

একক নাটক ‘পারিবারিক ভেজাল’, 
রচনা: মশিউর রহমান
পরিচালনায়: সহিদ উন নবী 
অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ।

একক নাটক ‘লাস্ট নাইট’ 
পরিচালনায়: ইমরাউল রাফাত
অভিনয়ে: আরশ খান, তানিয়া বৃষ্টি প্রমুখ। 

একক নাটক ‘ধার করা বউ’
রচনা: কানিজ শারমিন সুমি 
পরিচালনায়: মাহমুদ হাসান রানা
অভিনয়ে: যাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ।

একক নাটক ‘ধার করা বউ’
রচনা: কানিজ শারমিন সুমি
পরিচালনায়: মাহমুদ হাসান রানা
অভিনয়ে: যাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ। 

একক নাটক ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’
রচনা: রাহুল রাজ
পরিচালনায়: সোহাগ চৌধুরী 
অভিনয়ে: আরশ খান, রুকাইয়া জাহান চমক, রকি খান প্রমুখ।

একক নাটক ‘ফুটানি’ 
পরিচালনা: হারুন রুশো
অভিনয়ে: যাহের আলভী, ইফফাত আরা তিথি প্রমুখ   

একক নাটক ‘দুই জীবন’
রচনা: গোলাম সারওয়ার অনিক
পরিচালনায়: সাদমান রনি 
অভিনয়ে: সাদিয়া আয়মান, শাশ্বত দত্ত প্রমুখ।

একক নাটক ‘কাছাকাছি পাশাপাশি’ 
রচনা: মেজবাহউদ্দীন সুমন 
পরিচালনায়: শিশির আহমেদ  
অভিনয়ে: মনোজ প্রামাণিক, সাদিয়া আইমান  প্রমুখ।

একক নাটক ‘হেলিকপ্টার’ 
রচনা ও পরিচালনায়: রাকায়েত রাব্বী; অভিনয়ে: মনোজ প্রমাণিক, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।  

একক নাটক ‘মোবাইল মফিজ’
পরিচালনায়: মাবরুর রশিদ বান্নাহ
অভিনয়ে: আব্দুন নূর সজল, নাঈমা আলম মাহা প্রমুখ   

সিনেমা

‘ভালোবাসা আজকাল’, অভিনয়ে: শাকিব খান, মাহিয়া মাহি প্রমুখ। ‘পোড়ামন ২’, অভিনয়ে: সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ। ‘যদি একদিন্‌ অভিনয়ে: তাহসান খান, শ্রাবন্তী প্রমুখ। ওয়ার্ল্ড প্রিমিয়ার বাংলা ছায়াছবি ‘ডার্কওয়ার্ল্ড’, অভিনয়ে: কৌশানী মুখার্জি, মুন্না খান প্রমুখ। ‘পাষাণ’, অভিনয়ে: ওম, বিদ্যা সিনহা মীম, মিশা সওদাগর প্রমুখ। ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ‘ফুল এন্ড ফাইনাল’, অভিনয়ে: শাকিব খান, ববি প্রমুখ। ‘শান’, অভিনয়ে: সিয়াম আহমেদ, পূজা চেরী, তাসকিন আহমেদ প্রমুখ। ‘লোকাল’, অভিনয়ে: আদর আজাদ, শবনম বুবলী, মিশা সওদাগর প্রমুখ। ‘মনের ঘরে বসত করে’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, অভিনয়ে: বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস প্রমুখ। ‘মনে বড় কষ্ট’, অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। ‘মুখোশ’, অভিনয়ে: মোশাররফ করিম, পরিমণি, রোশান প্রমুখ। ‘প্রেমী ও প্রেমী’, অভিনয়ে: আরেফিন শুভ, নুসরাত ফারিয়া প্রমুখ।

নাটক, সিনেমা ছাড়াও আরটিভি আট দিনব্যাপী ঈদ আয়োজনে আরও থাকছে, মিউজিক্যাল লাইভঃ ক্লাব এশিয়া, সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’,  ‘টক শো ঈদ কার্ণিভাল’  উপস্থাপনায়: ইমতু রাতিশ; প্রযোজক দিপু হাজরা, সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’, বিশেষ আড্ডার অনুষ্ঠান: উপস্থাপনা: রেজাউদ্দিন স্টালিন, প্রযোজক: সুজন আহমেদ। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission