ঢাকা

পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে আসামি করে ২ মামলা

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ১১:৪২ এএম


loading/img

চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আসামি করা হয়েছে। 

বিজ্ঞাপন

এক মামলায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্য আরেকটি মামলায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন আরটিভি অনলাইনকে জানান, রাতেই মামলা দুটি করা হয়। পুলিশের ওপর হামলা মামলায় এসআই মহিউদ্দীন এবং সুইমিংপুল এলাকায় ভাঙচুরের অভিযোগে সুইমিংপুল প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম স্বপন মামলা করেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণ কার্যক্রমে বাধা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-পুলিশের মধ্য সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ আহত হয় ১০ জন। এ সময় ছাত্রলীগের কর্মীরা অসংখ্য গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোঁড়লে তারা পিছু হটে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |