ঢাকা

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০২:০০ পিএম


loading/img

যশোরের কেশবপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে কেশবপুর উপজেলার চার রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত ডাকাত ইউনুস আলী সানা (৪০) সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

বিজ্ঞাপন

কেশবপুর থানার এসআই রকিব জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন কেশবপুরের দেউলি চার রাস্তার মোড়ে একদল ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন,  এ সময় ১টি সার্টারগান ও ২টি রামদা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |