ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

বাংলাদেশের পাসপোর্টে সংশোধনী নিয়ে যে প্রতিক্রিয়া দেখালো ফি'লিস্তিন

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মে ২০২১ , ১১:০৩ পিএম


loading/img
সংগৃহীত

ইসরায়েল লেখা বাদ দিয়ে বাংলাদেশের পাসপোর্টে যে সংশোধনী আনা হয়েছে তা ‘অগ্রহণযোগ্য’বলে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এসময় তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার ফিলিস্তিন দূতাবাসে এ আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এমন এক সময়ে এই পাসপোর্টে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার, যখন কয়েকদিন আগে গাজায় ইসরায়েল হামলা ও নৃশংসতা চালিয়েছে। তাই এই পরিবর্তন একটি ভুল বার্তা দেবে।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই ইস্যুর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। সে হিসেবে যেকোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে বাংলাদেশে। তবে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এতদিন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।

যদিও বাংলাদেশ সরকার বলেছে, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ লেখা বাদ দিলেও ইসরায়েলে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নীতিতে বাংলাদেশের অবস্থানও বদলায়নি বলে জানিয়েছে ঢাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |