ঢাকা

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরলেন হামজা-জামালরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৫:৩১ পিএম


loading/img
ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। যেখান থেকে মাত্র ১ পয়েন্ট তুলতে পেরেছে হামজা-জামালরা। ভারতের বিপক্ষে ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান হামজারা।

হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের ১৮ কোটি মানুষ। তার অভিষেক ম্যাচে ভারতকে হারাবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিল তার ভক্তরা। আর তাদের ইচ্ছা পূরণে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন হামজা। কিন্তু দলের বাকিরা ছিলেন এলোমেলো। 

বিজ্ঞাপন

একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি রাকিব-মোরসালিনরা। মাঝ মাঠের পাশাপাশি রক্ষণভাগেও অবদান রেখেছে হামজা। তাই কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। তাই শেষ পর্যন্ত গোল শূন্য থেকে মাঠ ছেড়েছে দুই দল। তাই হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এক পয়েন্ট।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |