শুরু হলো ২৮তম জাতীয় পুরুষ ও ২৩তম জাতীয় মহিলা ভলিবল চ্যাম্পিয়নশিপ।
বিজ্ঞাপন
পল্টনের জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ভলিবল কমিটির চেয়ারম্যান আজিমুল ইসলাম।
তিনটি সার্ভিসেস টিমসহ সাতটি সংস্থা, নয়টি সরকারি বিশ্ববিদ্যালয় ও জেলাগুলো অংশ নিচ্ছে এবারের আসরে।
বিজ্ঞাপন
এর মধ্যে আন্তঃজেলা প্রতিযোগিতার মাধ্যমে পুরুষদের চারটি ও মহিলাদের ছয়টি দল চূড়ান্ত পর্বে খেলবে।
প্রথম দিনেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব। বাংলাদেশ জেলকে ৩-১ সেটে হারিয়েছে নিরাপত্তা সংস্থাটি।
ডিএইচ