ঢাকা

নাটোরে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে আহত ১০

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১১ মে ২০১৭ , ০৪:৫২ পিএম


loading/img

নাটোরে গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস আরটিভি অনলাইনকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ দেন যে, সমন্বয় কমিটির যারা সদস্য তারাই শুধু সভায় যোগদান করতে পারবেন অন্য কেউ না। কিন্তু শাহনেওয়াজ আলী মোল্লা দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করে উপজেলা পরিষদে আসছিলেন। সে সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তারা। পরে পুলিশ ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড গুলি এবং লাঠিচার্জ করে।

বিজ্ঞাপন

এতে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ৬ পুলিশ সদস্যদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিংসা দেয়া হয়েছে আর বাকী চারজন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক তারেকর রহমান, জাহাঙ্গীর আলম, সহকারী উপ-পরিদর্শক আশিকুর রহমান, সাইদুজ্জামান, কনস্টেবল আব্দুল বাতেন এবং শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |