ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদ আয়োজনে সেইলর

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২১ জুন ২০১৭ , ০৩:২৩ পিএম


loading/img

ডিজাইনে আভিজাত্য, কাপড়ে স্বস্তি আর রঙে উৎসবের আনন্দ নিয়েই এবার বর্ণিল সেইলরের ঈদ পোশাক।

বিজ্ঞাপন

ফিউশন, ক্যাজুয়াল এবং উৎসবের আবহ নিয়ে সেইলর পোশাকের প্যাটার্ন ও ডিজাইনে করেছে নিরীক্ষা।

এবার ভ্যালু এডিশন হিসেবে প্রাধান্য দেয়া হয়েছে ওয়াশ, প্রিন্ট এবং এমব্রয়ডারির নকশার উপর।

বিজ্ঞাপন

তরুণ তরুণীদের রেডি টু ওয়ার আউটফিটে থাকছে স্লিম বা ট্রিম ফিটে ফর্মাল এবং ক্যাজুয়াল আবহ। শার্ট, পলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়েছে বিশেষ কাট।

এছাড়া শার্টে কলার কাফে আনা হয়েছে সমকালীন ট্রেন্ড। তরুণীদের জন্য কুর্তির বিশেষ ট্রেন্ডি ডিজাইনের বাইরেও নেকলাইন বৈচিত্র্যসহ, স্মুদি লেয়ারিং ফ্যাশন থাকছে।

কাটে অনুসরণ করা হয়েছে লং, সেমিলং, কাপ্তান ও ফ্লোরটাচ। ফ্যাশন অনুষঙ্গও থাকছে উৎসব কেন্দ্রিক।

বিজ্ঞাপন
Advertisement

ছোটদের জন্যও এবার সেইলর এনেছে বিশেষ বর্ণিল পাশ্চাত্য কাটের ঈদ পোশাক।

আরকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |